• agkh@gmail.com
  • ০১৭২৭১৮৫৭৬৭
Logo

আমিরাবাদ জি.কে. উচ্চ বিদ্যালয়

থানা কোডঃ ১৩, এরিয়া কোডঃ ০৮৪১, EIIN: ১০৩৫১৭

  • অফিস: লোকেশন
  • থানাঃ চাঁদপুর সদর, জেলাঃ চাঁদপুর
  • সভাপতির বাণী

    সম্মানিত অভিভাবক/অভিভাবিকা, আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের সকল শিক্ষার্থীর জন্য জানাই শুভ কামনা। আমাদের গৌরবময় প্রতিষ্ঠান আমিরাবাদ জি কে উচ্চ বিদ্যালয় যুগ যুগ ধরে এই জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আধুনিক ও যুগোপযোগী পাঠদান, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই বিদ্যালয় গড়ে তুলেছে এক অনন্য গর্বের ইতিহাস। আমরা একটি উন্নত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করেছি, যাতে তারা আরও বেশি উৎসাহিত হয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে পারে। বর্তমানে বিদ্যালয়টি দক্ষ পরিচালনা পর্ষদের নিবিড় তত্ত্বাবধানে একদল মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে পরিচালিত হচ্ছে। সম্মানিত অভিভাবকবৃন্দ, এলাকার শিক্ষানুরাগী ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। আসুন, আমরা একসঙ্গে আমাদের সন্তানদের একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে কাজ করি। *সভাপতি* পরিচালনা পর্ষদ আমিরাবাদ জি কে উচ্চ বিদ্যালয়   চাঁদপুর।

     

    এই মুহুর্তে স্কুলের কোন নির্বাচিত ম্যানেজিং কমিটি ্না থাকায়, সন্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।