
আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয় চাঁদপুর জেলা শহর থেকে ১০ কিলোমিটার উত্তরে, বিষ্ণুপুর ইউনিয়নের এক শান্ত-পল্লীতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৭ সালে ১.৮০ একর জমির উপর তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম *গোলাম কিবরিয়া চৌধুরী (ধলা মিঞা)* এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রাথমিকভাবে এটি ছিল একটি জুনিয়র হাই স্কুল, যা পরে কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে রূপ নেয়। প্রতিষ্ঠাতার নামানুসারে বিদ্যালয়ের নামকরণ করা হয় *"আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয়", যা সংক্ষেপে **জি কে উচ্চ বিদ্যালয়* নামে পরিচিত।
বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন এলাকার কৃতিসন্তান, রাজনীতিবিদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবদুল কাদের মাস্টার। তাঁর দক্ষ নেতৃত্ব এবং প্রতিষ্ঠাতার আন্তরিকতায় বিদ্যালয়টি দ্রুত কুমিল্লা বোর্ডের অনুমোদন পেয়ে পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে রূপ নেয়।
১৯৯৩ সালে প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া চৌধুরীর মৃত্যুতে তাঁর সুযোগ্য উত্তরসূরি, বর্তমান সভাপতি, সিআইপি, শিল্পপতি ও সমাজসেবক গোলাম কবির চৌধুরী বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে এবং সক্রিয় পরিচালনায় বিদ্যালয়টি ক্রমশ চাঁদপুর সদরের শিক্ষাক্ষেত্রে একটি রোল মডেলে পরিণত হয়েছে।