• agkh@gmail.com
  • ০১৭২৭১৮৫৭৬৭
Logo

আমিরাবাদ জি.কে. উচ্চ বিদ্যালয়

থানা কোডঃ ১৩, এরিয়া কোডঃ ০৮৪১, EIIN: ১০৩৫১৭

  • অফিস: লোকেশন
  • থানাঃ চাঁদপুর সদর, জেলাঃ চাঁদপুর
  • আমিরা বাদ জি কে উচ্চ বিদ্যালয়ের প্রথম প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী - ২০২৫

    আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান আমিরা বাদ জি কে উচ্চ বিদ্যালয়-এর প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো একসঙ্গে মিলিত হতে চলেছেন সকল প্রাক্তন শিক্ষার্থী! বহুদিনের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুলতে এবং পুরনো বন্ধু, শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে আসছে "প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী - ২০২৫"

    এই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠানে সকল ব্যাচের প্রায় ১৬৫০ জন প্রাক্তন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন, যা আমাদের বিদ্যালয়ের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে

    📅 তারিখ: ০৪ এপ্রিল ২০২৫
    📍 স্থান: আমিরা বাদ জি কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ

    এই পুনর্মিলনীতে শুধুমাত্র রেজিস্টার্ড প্রাক্তন শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে

    পুরনো দিনগুলোর স্মৃতি রোমন্থন, বন্ধুদের সঙ্গে আড্ডা, শিক্ষকদের সান্নিধ্য, মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন এবং নানান আকর্ষণীয় কার্যক্রমে ভরপুর হতে যাচ্ছে এই আয়োজন

    সবাইকে উষ্ণ আমন্ত্রণ জানাই—চলুন, আমরা সবাই একসঙ্গে উদযাপন করি আমাদের সোনালী অতীতের এই মিলনমেলা!

    🔹 যোগাযোগের জন্য:
    এনাম চৌধুরীঃ +880 1731-221422
    জহির চৌধুরীঃ +880 1914-930114
    আবু নছরঃ +880 1851-877070